ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নগরীর চাঁদমারীতে স্ব-মিল মি*স্ত্রী*কে মা*র*ধ*র, হাসপাতালে ভর্তি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারী এলাকায় চাকরী করতে রাজী না হওয়ায় এক স্ব-মিল মিস্ত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে নাসিমা স্ব-মিলের মালিক ফারুক ও তার ছেলে রেজা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৯ জুন) রাত ৮ টায় চাঁদমারী নাসিমা স্ব-মিলে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমি নাসিমা স্ব-মিলের প্রধান মিস্ত্রী গত দুই মাসের বেতন পাবো এবং চাকরি করব না সেটা তাকে একমাস পূর্বে জানানো হলেও তারা সেটা তো মানতে চায় না সে ও তার ছেলে রেজা আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার রাতে তার প্রতিষ্ঠানে আমি কাজ করতে অপারগতা জানালে ফারুক ও রেজা আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি রক্তাক্ত জখম হই। পরে আমাকে
উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি অভিযোগ করে আরো জানান।