ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আমেরিকা প্রবাসী স্ত্রী ও শিশুদের জি*ম্মি করে ডা*কা*তি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী কলাপাড়ার টিয়াখালীতে আমেরিকা প্রবাসী স্ত্রী, দুই শিশু ও নারীদের হাত, পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল আলমিরা, ড্রয়ার ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ও পটুয়াখালী ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ। রোববার মধ্যরাতে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ৭—৮ জনের সশস্ত্র ডাকাত দল এ ডাকাতিতে অংশ নেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, রাতে স্কুল শিক্ষক তরিকুলের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে ডাকাত দল ঘরে ঢুকে আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুম কে মারধর ও লাঞ্ছিত করে ঘরের অন্য নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের হাত,পা বেঁধে এক রুমে আটকে রাখে। এসময় তাদের মারধর করে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ৫০ হাজার নগদ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট কেও নেয়।

প্রায় দুই ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ ও লুটপাট করে নির্বিঘ্নে ডাকাত দল চলে গেলে এলাকার এ ডাকাতির ঘটনা জানতে পারে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।