ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সৎ মা, ভাই ও বোনকে পিটিয়ে জখম !

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৭, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সৎ মা, ভাই ও বোনকে পিটিয়ে জখম !

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে সৎ মা, ভাই ও বোনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার ১৬ ই মার্চ বিকেল চারটার দিকে দপদপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জোলা খালি খেয়াঘাট নামক স্থানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলো, ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী নিলুফা বেগম নিলুফার ছেলে মুন্না বিশ্বাস ও মেয়ে লিজা আক্তার।
এদের মধ্যে মুন্না ও লিজার অবস্থা আশঙ্কাজনক।
তবে সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত মুন্না জানান, কিছুদিন পূর্বে মুন্না দের পৈত্রিক ওয়ারিশ জমি বিক্রি হয়। জমি বিক্রির টাকা সৎ ভাই আজিজ বিশ্বাস, মিজান বিশ্বাস, আরিফ বিশ্বাস, সবাই ভাগাভাগি করে নেয়। কিন্তু মুন্না বিশ্বাসের জমি বিক্রির ৪ লাখ টাকা আজিজ বিশ্বাসের কাছে জমা থাকে।
ওই পাওনা টাকা মুন্না বিশ্বাস চাইতে গেলে আজিজ বিশ্বাসের সাথে দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে একপর্যায়ে আজিজ বিশ্বাস ও তার স্ত্রী নুরুন্নাহার ছেলে আকিব সহ অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে মুন্নাকে হত্যার চেষ্টায় হামলা চালায়। একপর্যায়ে তাকে পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। এ সময় মুন্নাকে বাঁচাতে তার মা নিলুফা এবং বোন লিজা আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় আজিজ বিশ্বাস সহ অন্যান্য সহযোগীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।