ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের দু’দিন ব্যাপি বার্ষিক বনভোজন সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২১, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের দু’দিন ব্যাপি বার্ষিক বনভোজন সম্পন্ন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’ এর বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী সাগরকন্যা কুয়াকাটায় এক আনন্দঘন পরিবেশে ঐক্যবদ্ধ হন সংগঠনের সদস্যরা।

এতে সংগঠনের প্রত্যেক সদস্য স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও যুক্ত হন অতিথীরা।

এসময় দুইদিন ব্যাপী বার্ষিক এ বনভোজনে ফুটবল ট্রুণামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অতিথীরা জানান, দক্ষিণের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত অন্যতম একটি সংগঠন ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সাংগঠনিকভাবে সক্রিয়তার পরিচয় বহন করে যথাযথ কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

অধিভুক্ত প্রত্যেক সদস্যদের দায়িত্বশীলতা ও যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠার স্বল্প সময়ের মধ্যেই সাংবাদিক বান্ধব সংগঠনের গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে।

মুলত সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের অধিকার আদায়ে যৌক্তিক লড়াইয়ের পাশাপাশি সামাজিক নানাবিধ কার্যক্রমে অংশ নিয়ে থাকে। এটিই সেসবের ব্যতিক্রম নয়।

 

বনভোজনের আয়োজকরা জানান, সহকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রতিবারই আমরা এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে থাকি৷ এবারের কর্মসূচিও শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ১৬ই আগষ্ট সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ
কমিটিতে বরিশালের স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক মো: রাকিবুল হাছান ( ফয়সাল)কে সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি সৈয়দ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।