নিজস্ব প্রতিবেদক :: রাজাপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে মাকে কুপিয়ে জখম।
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাটি গ্রামে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে মাকে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার দুপুর ১ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের নাম কুরসিয়া বেগম, সে ওই এলাকার মৃত মুসলিম উদ্দিন হাওলাদার এর ছেলে প্রতিবন্ধী মোজাহার আলী হাওলাদার এর স্ত্রী।
বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত কুরসিয়া জানান, আমার বড় মেয়ে শ্রাবণীকে প্রায় সময় উত্ত্যক্ত করে এলাকার কবির খানের ছেলে বখাটে রাকিব খান ও তার সহযোগীরা।
বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে ঘটনার দিন রবিবার দুপুরে আটটার দিকে রাকিব ও তার বাবা কবির খান এবং রাকিবের মা ফাতেমা বেগম, রাকিবের ভাই শাকিব খান, সহযোগী মনজুর রহমান হাওলাদার সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টা এলোপাতারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় আমার স্বামী প্রতিবন্ধী মোজাহার আলী আমাকে বাঁচাতে আসলে তাকেও হামলা চালিয়ে আহত করে রাকিব সহ অন্যান্য সহযোগীরা। হামলার সময় আহত কুরসিয়ার গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
এই ঘটনায় মোজাহার আলী বাদী হয়ে রাজাপুর থানা একটি অভিযোগ দেয়া হয়।