ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে শহীদদের স্মরণে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শহীদদের স্মরণে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র জনতার গনঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরনে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বরিশালেও ‘শহীদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ থেকে ‘শহীদ মার্চ’ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল সরকারী হাতেম আলী, পলিটেকনিক ইনষ্টিটিউট, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলটি বিএম কলেজ জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর নথুল্লাবাদ হয়ে চৌমাথা, বটতলা, পুলিশ লাইন্স রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার সরকারকে হটিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা রক্ষা করতে হবে। দূর্ণীতি মুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যাক্ত করে তারা।