নিজস্ব প্রতিবেদক :: দেশে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এ প্রজন্মের উন্মেষ ঘটাতে হবে : অধ্যাপক ডা. লাবু।
আকাশ সাংস্কৃতির আগ্রাসনের শিকার হয়ে অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশও সেই ষড়যন্ত্রের শিকার। তাই এই দেশ ও জাতিকে রক্ষা করতে হলে রুখে দিতে হবে সেসব রাক্ষসদের। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এ প্রজন্মের উন্মেষ ঘটাতে হবে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লব’২৪ স্মরণে শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের প্রকাশনা ‘মুক্ত কর ভয়’ এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার পকিল্পনা বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের উপদেষ্টা প্রফেসর ডা. রফিক আল কবির লাবু।
বিশেষ অতিথির বক্তব্যে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণহত্যার বিচার। কেননা এই গণহত্যার বিচর না হলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। কেননা স্বৈরাচারের দোসররা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে গণহত্যাকারী স্বৈরাচারদের বিচার নিশ্চিত করতে হবে।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব, অর্থপেডিক সার্জন ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ড্যাব এর বরিশাল জেলা সভাপতি ডা. মো. কবিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ডা. মাজহারুল রেজওয়ান রেজা। সার্বিক সহযোগিতায় ছিল বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।
বিশেষ অতিথির বক্তব্যে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণহত্যার বিচার। কেননা এই গণহত্যার বিচর না হলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। কেননা স্বৈরাচারের দোসররা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে গণহত্যাকারী স্বৈরাচারদের বিচার নিশ্চিত করতে হবে।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব, অর্থপেডিক সার্জন ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ড্যাব এর বরিশাল জেলা সভাপতি ডা. মো. কবিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ডা. মাজহারুল রেজওয়ান রেজা। সার্বিক সহযোগিতায় ছিল বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এরপর জুলাই-আগস্ট আন্দলোনে শহীদদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়। বরিশালে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া এক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। মুক্ত কর ভয় দেয়ালিকা ও প্রকাশনায় লেখক লেখিকা ও সম্পাদনা পরিষদের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ডা. রফিক আল কবির লাবু।