নিজস্ব প্রতিবেদক :: প্রতি বছরের ন্যায় এবারও নগরীর বটতলা বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফুরফুরা দরবার শরীফের পীর শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। প্রধান অতিথি থাকবেন ফুরফুরা হুজুরের ছোট সাহেবজাদা মাওলানা শাহ ফতেহ আলী মো: আয়াতুল্লাহ সিদ্দিকী। আরও ওয়াজ নসিহত করবেন পাঙ্গাশিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ মো: আতাউল্লাহ বোখারী, অন্ধ হাফেজ মাওলানা মো: বাকী বিল্লাহ (লক্ষ্মিপুর), মাওলানা মো: হেদায়েতুল্লাহ জিহাদী (কুয়াকাটা), জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মীর্জা নুরুর রহমান বেগ, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মুফতি শরিফুল ইসলাম, কালুশাহ সড়ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুনিরুজ্জামান নূরানী, ফতুল্লা আল জামেয়াতুস সিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জাফর সাদেক জুলফিকার, নগরীর করিম কুটির জামে মসজিদের খতিব মো: শহিদুল ইসলাম, আসহাবে সুফফাহ নূরানী ও হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি ইমরান মাহমুদ।