ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে গাড়িতে ধা*ক্কায় এক শিশু ক্রিকেটার নি*হ*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সেনাবাহিনীর মালবাহী গাড়ির পেছনে ধাক্কা লেগে মাহাদি হাসান ওহী (১৩) নামের এক ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর বান্দরোডে এই ঘটনা ঘটে।

নিহত মাহাদি হাসান ওহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। তিনি বরিশাল জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়ার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের লাশ ঘরে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মাহাদি হাসান ওহী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন শেষে বাইসাইকেলে করে বাসায় ফিরছিল। এসময় তার সাথে আরও এক শিশু ছিল।

পথিমধ্যে বান্দ রোডে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর মালবাহী একটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রুহি।

পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।