নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার আইন কর্মকর্তা এবং সিনিয়র আইনজীবীদের সম্মানে প্রীতি ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আলহাজ্ব কেএম শহিদুল্লাহ’র আয়োজনে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বরিশাল ক্লাবে এই আয়োজনের সভাপত্বি করেন সিনিয়র আইনজীবী এ্যাড. আলী আহমাদ। এ্যাড. আবুল কালাম আজাদ ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এ্যাড. মজিবর রহমান নান্টু, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. মহসিন মন্টু, এ্যাড. নাজিম উদ্দিন পান্না, সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, বিএনপি নেতা মো. আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলার আইন কর্মকর্তা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।