ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্র*তার*ণার অভি*যোগে পুলিশ সদস্য জাহিদ আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৬, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদে প্রতারণার অভিযোগে জাহিদ বকাউল (২৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ বিকাশ ও ফ্লাক্সিলোডে ব্যবসায়ী মো. হুসাইন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা দরবার শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। তখন দোকানি টাকা চাইলে বলেন, ডিউটি শেষ করে টাকা দিচ্ছি। একপর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানান। পরে পুলিশ তদন্তসাপেক্ষে তাকে গ্রেপ্তার করে।

অভিযোগকারী হুসাইন অভিযোগ করেন, পুলিশ সদস্য জাহিদ মাহফিলের সময় পোশাক পরে দোকানে গিয়ে দুটি নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। পরে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এ সময়ে বিষয়টি নেছারাবাদ থানায় জানানো হয়। কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনি একইভাবে শতাব্দী টেলিকম থেকে ২০ হাজার, বাসস্ট্যান্ডের রিমন আহম্মেদের দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলে জানা গেছে।