নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন, এপি ও সিআরএসএস এর উদ্দোগে খাদ্য নিরা*পত্তায় শিশুর পুস্টি বিষয়ক কর্ম*সূচির উদ্ভোদন
নাজমুল হক মুন্না,:: জেলার উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন, এপি এবং সি আর এস এস এর যৌথ উদ্দোগে শিশুর পুস্টিতে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশালের এ্যাকটিং সিনিয়র ম্যানেজার এসিও সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, পৌর জামায়াতে ইসলামীর আমির আল আমিন সরদার, সাধারণ সম্পাদক মাওঃ সহ উপজেলার ১০ টি গ্রামের নির্বাচিত শিশু ও তার পরিবার। সভায় বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। খাদ্য নিরাপত্তার মাধ্যমে নিয়ম কানুন জেনে শিশুর পুস্টিতে সঠিক পরিচর্যা করতে পারলে বিকষিত মেধাবী মানুতোলা সম্ভব হবে। তাই কোনটি পুষ্টি সমৃদ্ধ খাবার জানতে হবে। খাদ্য নিরাপত্তায় শিশুর পুস্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে।