ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: যশোরে রাজিম হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টায় শহরের বড়বাজার চুড়িপট্টিতে এ খুনের ঘটনা ঘটে।

নিহত রাজিম যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি চুড়িপট্টি এলাকায় একটি বিপণিবিতানে কাজ করতেন।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একই এলাকার পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জন অজ্ঞাত যুবক দোকান থেকে রাজিমকে ডেকে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির আঘাত তার বুকে বিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ হত্যাকারীদের চিহিৃত করতে পেরেছে। তাদেরকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।