
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নগরীতে অ*গ্নি*কা*ন্ডে ৬ দোকান পু*ড়ে ছা*ই।
নগরীর রুপাতলী হাউজিং এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে নগর প্লাজা মার্কেটে হওয়া অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে তিনটি জুতার দোকান, একটি কসমেটিক্স, একটি কাপড়ের ও একটি বেকারী পুড়ে গেছে। কমবেশি ক্ষতি হয়েছে আরও ৪/৫ টি দোকানের। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত নাসির সু হাউজের মালিক মো. নাসির বলেন, ভোরে মার্কেটের এক দোকানির কাছ থেকে আগুনের খবর পাই। আপন লাইভ ব্রেড ও ফাস্ট ফুড নামের দোকানে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রেড মেকার ওভেনের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। ৬/৭ টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। মার্কেটের সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি। সকালে আমরা আসার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী এ ব্যবসায়ীর। সদর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, আপন লাইভ ব্রেড ফাস্ট ফুড দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। মুহূর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আপন লাইভ ব্রেড ফাস্ট ফুড দোকানের কোন ওভেন বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেঠে। অগ্নিকান্ডে আপন লাইভ ব্রেড এন্ড ফাস্ট ফুড, ইমরান সু, নাসির সু, শামিম সু, নিউ ফ্যাশন হাউস ও আব্দুল হক কসমেটিক্স নামে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে।