ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিএনপি’র গ*ণঅ*ব*স্থান কর্মসূচি পালিত

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২২, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:::ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের জমায়েত করা হয়। জমায়েত শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল ঢাকা মহাসড়কের উপর ঘন্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় মহাসড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকেপড়া ওই যানবাহন গুলোর যাত্রী ও চালকদেরকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। জমায়েত  ও গনঅবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন বিএনপির দাবি মেনে আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের মেয়র পদে জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে । অন্যথায় দৃর্বার গণআন্দোলন গড়ে তুলে আমরা বর্তমান অন্তবর্তি সরকারকে টেনে-হেচড়ে ক্ষমতা থেকে নামাবো।

গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েত ও গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা  বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্ট   গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু প্রমূখ।