ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভিপি সেন্টুর মৃ*ত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এবং সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর সাবেক ভিপি মশিউল আলম সেন্টুর ১৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে। বুধবার বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর পশ্চিম কাউনিয়া পোল চত্বরে আছর নামাজের পর আয়োজন করা হয় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তানজিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান ফারুক বলেন, মশিউল আলম সেন্টুকে হারিয়ে বরিশালের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তিনি ছিলেন সাহসী, নীতিবান ও ত্যাগী নেতা, যিনি ছাত্র রাজনীতিকে সম্মানিত করেছিলেন। বক্তারা বলেন, সেন্টু ছিলেন বরিশালের রাজনৈতিক অঙ্গনে একটি উজ্জ্বল নক্ষত্র, যিনি সব সময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ছিলেন সোচ্চার।

ছাত্ররাজনীতির এক সাহসী সেনানী হিসেবে তাঁর অবদান ভোলার মতো নয়। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, তাঁর মতো সৎ ও নিবেদিতপ্রাণ নেতা আজকের রাজনীতিতে খুবই প্রয়োজন। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আয়োজকরা জানান, সেন্টুর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।

এদিন প্রায় চার শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুরো সময়জুড়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় অংশগ্রহণকারীদের মাঝে। স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এই দিনে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।