
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল জেলার উজিরপুর-বানারীপাড়া বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা গেছে। সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ার ব্যালটের মাধ্যমে কমিটি গঠন নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যে পদ প্রত্যাশীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়। প্রতীক পেয়ে পদ প্রত্যাশীরা আনন্দ আর উল্লাসে মেতে ওঠে।
২০ জুলাই (রবিবার) বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ জুলাই (সোমবার) উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়ার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলকে ঘিরে পদ প্রত্যাশীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন। গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন কমিউনিটি সেন্টারে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠিনক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন।