ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ‘ছবি’ গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি (ছবি চেয়ারম্যান) অবশেষে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টায় বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিলা স্কুল মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, সম্প্রতি বরিশালে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ অন্তত পাঁচটি মামলায় মনিরুল ইসলাম ছবির নাম রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়।

গত আগস্ট মাসে বরিশালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। পুলিশের ভাষ্যমতে, আন্দোলনকারীদের ওপর হামলা ও ভয়ভীতির ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “৫ আগস্টের পর থেকে মনিরুল ইসলাম ছবি আত্মগোপনে ছিলেন। আমরা বেশ কিছুদিন ধরে তাকে খুঁজছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

এদিকে তার গ্রেফতারের খবর বরিশালের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একাংশ বলছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে, তবে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারের পেছনে শুধুমাত্র আইনি বিষয়ই বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মনিরুল ইসলাম ছবি দীর্ঘদিন ধরে সদর উপজেলার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি একাধিকবার চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন