ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অ*স্ত্র হ্যা*ন্ডে*ল করতে না পারলে আনলেন কেন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৮, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’

তিনি আরও বলেন, ‘আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা; কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি-ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, আমার ভাইদের হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, এজন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই। আমরা অশান্তি চাই না বাংলাদেশে।’ গতকাল রোববার দুপুরে নেত্রকোনা কালেক্টরেট মাঠে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র-কাহিনির কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আঞ্চলিক সংঘাত তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদের উদ্দেশে বলতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না; যাতে সার্বভৌমত্বের ওপর আঘাত আসে।

তার এই বক্তব্যের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সমাবেশ সংক্ষিপ্ত করেন এনসিপি নেতারা।

এদিকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে নাসীরুদ্দীনের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, নেত্রকোনার কৃতী সন্তান সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যাচার করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।