
নিউজ ডেস্ক :: প্রতিদিন জিমেইল খুললেই দেখা যায় ইনবক্স ভর্তি নানা ধরনের অপ্রয়োজনীয় মেইল। বিজ্ঞাপন, প্রচারমূলক অফার, নিউজলেটার কিংবা পুরনো সাবস্ক্রিপশনের ঝাঁপসা সব বার্তা—দরকারি মেইল খুঁজে পাওয়া যেন সোনার হরিণ! শুধু তাই নয়, এইসব মেইলে স্টোরেজ ভরে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়, যার ফলে নতুন মেইল আসাও বন্ধ হয়ে যেতে পারে।
এই সমস্যার সমাধানে এবার কড়া পদক্ষেপ নিয়েছে গুগল। যারা বাল্ক ই-মেইল বা স্প্যাম পাঠান, তাদের জন্য নতুন গাইডলাইন চালু করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা খুব শিগগিরই স্প্যামমুক্ত ইনবক্স পেতে শুরু করবেন।
তবে আপনি চাইলে নিজের পক্ষ থেকেও খুব সহজেই অবাঞ্ছিত মেইল আসা বন্ধ করতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করলেই কাজ হবে:
যেভাবে বন্ধ করবেন অপ্রয়োজনীয় মেইল আসা:
১. মোবাইল বা কম্পিউটার থেকে জিমেইল খুলুন।
২. কোনো একটি বিজ্ঞাপনমূলক বা অবাঞ্ছিত মেইল ওপেন করুন।
৩. ওপরে ডান কোণে তিনটি ডট বা “মোর” অপশনে ক্লিক করুন।
৪. নিচে স্ক্রল করে “Unsubscribe” অপশনটি খুঁজে বের করুন।
5. “Unsubscribe”-এ ক্লিক করলেই ওই প্রতিষ্ঠানের আর কোনো ই-মেইল আসবে না।
এই পদ্ধতি অনুসরণ করে আপনি ধাপে ধাপে সমস্ত অপ্রয়োজনীয় ই-মেইল পাঠানো সংস্থাগুলোকে আনসাবস্ক্রাইব করতে পারেন। এতে করে ইনবক্স থাকবে পরিষ্কার, আর দরকারি মেইল খুঁজতেও আর হবে না বেগ পেতে।