
নিজস্ব প্রতিবেদ :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বরিশাল বিভাগের সকল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটসমূহের কার্যক্রম আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অর্ধদিবসব্যাপী “Sensitization Meeting for Election of BDRCS Branch Committee” অনুষ্ঠিত হয়।
২৫ আগস্ট বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ রায়হান কাওছার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ সোহরাব হোসেন (যুগ্মসচিব), বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পিরোজপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান, ঝালকাঠির জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান, ভোলার জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান এবং বরগুনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। এছাড়াও বরিশাল বিভাগের সকল রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের প্রতিনিধিবৃন্দ ও ইউনিট লেভেলের কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নির্দিষ্ট বিষয়ের উপর সেশন পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, আইএফআরসি’র সিনিয়র ম্যানেজার মোঃ অদিত শাহ দূর্জয় এবং ব্রিটিশ রেড ক্রসের প্রোজেক্ট ম্যানেজার মোঃ কামরুল হাসান।
সভায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, পটভূমি, বর্তমান কার্যক্রম, ইউনিটসমূহের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার উদ্দেশ্য ছিল ইউনিট পর্যায়ে কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি।