ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেনারেল হাসপাতালে ব্রিটিশ হাই কমিশনার

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান।

 

সকাল ১১টায় হাসপাতাল পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

পরিদর্শনের সময় হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাই কমিশনার ও তার সফর সঙ্গীরা মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাসপাতালের চিকিৎসা সেবা ও চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন।

 

ডাঃ মলয় কৃষ্ণ বড়াল জানান, হাই কমিশনার হাসপাতালের চলমান প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে জেমস গোল্ডম্যান প্রতিনিধিদের সঙ্গে নগরীর প্যারারা রোডস্থ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি কার্যালয়ে গিয়ে টিআইবি’র বর্তমান প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন।