
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভুল চিকিৎসায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বৃদ্ধার মৃত্যুর পর রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
মৃত লিপিকা বালা (৬০) উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের প্রয়াত সুনীল বালার স্ত্রী। তিনি সাবেক ইউপি ছিলেন।
গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক কিরন বেপারী একই গ্রামের কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে।
এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, রোববার দুপুরে লিপিকা বালা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন প্রতিবেশী গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে ডেকে আনা হয়। তাৎক্ষণিক তাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নিলে বৃদ্ধার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাধা দেন। এরপরও বৃদ্ধার শরীরে ইনজেকশন ও স্যালাইন পুশ করেন কিরন বেপারী। তিন মিনিটের মধ্যে চিৎকার দিয়ে তিনি মারা গেছে।
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, সোমবার সকালে বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রাম চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে।