ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা : নিহত ১

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা : নিহত ১।

 

ঢাকা-বরিশাল মহাসড়কেরম মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদবাড়ি কন্ডুবাড়ি এলাকায় মো. শাহাদাত হোসেন সরদার (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইল্লা গাইনের পাড় গ্রামের আফসার আলী সরদারের ছেলে। জানা যায়, কুন্ড বাড়ির সামনে বড় গর্ত থাকায় নসিমন গাড়ি উল্টে রাস্তায় উপরে পড়ে যায় শাহাদাত সরদার। তখন পিছন থেকে আসা যাত্রীবাহি পরিবহনের চাকার নিচে মাথা পড়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

কালকিনি থানার ওসি বলেন, ভূরঘাটা সড়ক দুর্ঘটনায় কথা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়ে সড়কের যানজট মুক্ত করি এবং ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।