
মোঃ আল আমিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে গ্যাস পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। সকাল থেকে বিভিন্ন গ্যাস পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রী উভয়েই।
চালকেরা জানান, গ্যাস না থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে।
যাত্রীরা অভিযোগ করেন, প্রতি মাসের শেষের দিকে টানা ৩ থেকে ৪ দিন পাম্প বন্ধ থাকায় সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেন। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান তারা।”
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদা অনুযায়ী সরবরাহ কম যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তারা আরও বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন কর্তৃপক্ষ।