
নিউজ ডেস্ক :: বরিশাল সিটি করপোরেশন এলাকায় স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মুজিবর রহমান। বুধবার বিকেলে এ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উন্নয়নমূলক সংগঠন আভাসের বিভিন্ন কর্মকর্তা।
পরিদর্শনকালে তারা নগরীর পশ্চিম কাউনিয়া লাকুটিয়া খালপাড় এবং পলাশপুর গুচ্ছগ্রামে বসবাসরত সাধারণ মানুষের স্যানিটেশন ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এসব এলাকার বেশিরভাগ পরিবারই দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর পায়খানা-ল্যাট্রিন ব্যবহার করছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পর্যাপ্ত স্যানিটারি সুবিধার অভাবে স্থানীয়রা নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এসময় অধ্যাপক ড. মোঃ মুজিবর রহমান বলেন, “বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী পরিবারের স্যানিটেশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আমরা কাজ করব। শহরের প্রান্তিক জনগোষ্ঠী যাতে ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
সংগঠন আভাসের কর্মকর্তারা জানান, নগরীর স্যানিটেশন সমস্যা দীর্ঘদিনের। খালপাড়, গুচ্ছগ্রামসহ প্রান্তিক এলাকায় সঠিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহযোগিতা জরুরি। এ জন্য নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকারের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্যানিটেশন সমস্যার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।