
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেঘনা নদীসহ শাখা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৩৬ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে আটক ২৭ জনকে জেল ও নয় জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, শুক্রবার সকালে মেঘনাসহ শাখা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজির মতো মা ইলিশসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত ২৭ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন। অপর নয় জনকে ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।”
এদিকে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশ মাছ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জরিমানা ও মুচলেকা দিয়ে নয় জেলে মুক্তি পেয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
মা ইলিশ রক্ষার গত ৭ দিনে হিজলা উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে মোট ১২৮ জন জেলে আটক হয়। এর মধ্যে বিভিন্ন মেয়াদে ৯৯ জনকে কারাদন্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। এছাড়া ২১ জেলেকে জরিমানা করা হয়েছে। ৮ জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।


