ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাহিদ হাওলাদার ২১ নামের এক যুবক বাসায় সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। তার পিতার নাম শাহীন হাওলাদার। সে পেশায় একজন দর্জী। কোতয়ালী ওসি মিজানুর রহমান জানান, নগরীর ২২ নং ওয়ার্ড কাজী পাড়া মদিনা মসজিদ সংলগ্ন বাবুল সিকদারের ভাড়াটিয়া শাহীন হাওলাদারের ছেলে নাহীদ দীর্ঘদিন ধরে পিতার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলো। নাহিদের মা অসুস্থ থাকার কারনে চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এই কারনে ছেলের কাছ থেকে কয়েক মাস সময় নেয় শাহীন হাওলাদার। কিন্তু আবেগী পুত্র মোটরসাইকেল না পেয়ে শুক্রবার নিজ বাসায় ফ্যানের সাথে রশি ঝুলিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।