ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে, মির্জা ফখরুল

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৪, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক  :: অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে হাসপাতালে যান তিনি।

 

মির্জা ফখরুল তার দলের নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে রাত এগারোটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মির্জা ফখরুল গত সোমবারও (২৩ অক্টোবর) খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

সাবেক এ প্রধানমন্ত্রী গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে লিভার সিরোসিস রোগে ভুগছেন। কদিন আগে হাসপাতালে চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন করা জরুরি। তবে দেশে তার আর কোনো চিকিৎসা নেই। এখন বিদেশে বহুমুখী সুবিধা সম্বলিত চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা হওয়া প্রয়োজন। তবে সরকার আইনের সীমাবদ্ধতা দেখিয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেননি।