ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩

আমাদের লক্ষ্য এক : বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তা সময়ই বলে দেবে, ফয়জুল করীম

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৩ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আমাদের লক্ষ্য এক : বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তা সময়ই বলে দেবে, ফয়জুল করীম

বাংলাদেশ ইসলামী আন্দোলন এর নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন   : বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তা সময়ই বলে দেবে, বিএনপি ও আমাদের লক্ষ্য এক, তা হলো বর্তমান সরকারের পদত্যাগ। বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তা সময়ই বলে দেবে। দাবি আদায়ে বিএনপির সঙ্গে এক হয়ে আন্দোলন হতেও পারে, কারণ আমাদের দাবিতে ঐক্য আছে।

 

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনে সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, বিএনপি যে দাবিতে হরতাল দিয়েছে তা যেন পূরণ হয়। বিএনপির সমাবেশে হামলা চালিয়ে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে। এটা সংবিধান ও দেশ বিরোধী।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে পুলিশ বাধা দিলে তারা স্থানীয় একটি মসজিদে সুধী সমাবেশ করেন। পরে সুধী সমাবেশ শেষে লালমনিরহাট ত্যাগ করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাইসহ তার সফর সঙ্গীরা।