
নিজস্ব প্রতিবেদক :: ভোলার লালমোহন উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের চৌরাস্তার মোড়ের নিউ ইসলামিয়া মেডিকেল হল নামে ওই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি জানান, এই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের সত্যতা পাওয়া যায়।
এরপর ওই ফার্মেসি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।