ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী ই*য়া*বা*সহ যুবলীগের সদস্য গ্রে*ফ*তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২১, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর গলাচিপায় মাদকসহ শাওন পাল (৩৫) নামে সাবেক পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও গলাচিপা উপজেলা যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনন্দ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত শাওন পাল সাবেক পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, গলাচিপা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং বর্তমানে গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল আনন্দ পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শাওন পালের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করে জেল হযরত প্রেরণ করা হয়েছে।