ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ৭০ হাজার কেজি জাটকা জ*ব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২২, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আজ শনিবার সকা‌ল পর্যন্ত পটুয়াখালী সেতু টোলপ্লাজা ও বাঁধঘাট এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চা‌লি‌য়ে মাছগুলো জব্দ করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার হারুন-অর-রশীদ জানান, শুক্রবার দিবাগত রা‌তে পটুয়াখালী সেতু টোল প্লাজা এলাকায় কুয়াকাটা থেকে ঢাকাগামী ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহনের তিনটি বাসে তল্লাশি করে ৪০ হাজার ৪৫০ কেজি জাটকা পাওয়া যায়। তবে প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মুচলেকা নিয়ে বাসচালকদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে ভোর ৬টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার কেজি অবৈধ জাটকা পাওয়া গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, এই জাটকার বাজার মূল‌্য প্রায় আড়াই কোটি টাকা।

তিনি আরও জানান, জাটকা মাছগুলো স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হ‌য়ে‌ছে।