
নিজস্ব প্রতিবেদক ::
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৪৬ পিস ইয়াবা ও ১৬টি নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফ হোসেন। তিনি বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বরফকল এলাকার বাসিন্দা।
শনিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরিফের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আরিফ হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এর আগেও একাধিকবার মাদক সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার হয়েছিল।