ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আ*ন্দো*লনের নেতাকে কু*পি*য়ে জ*খ*ম

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জ বন্দরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারি সুজন।

বুধবার (২ জুলাই) রাতে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদক কারবারি সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন। এ সময় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা নিষেধ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুনকে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় আহতদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার্ড করেন।
হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ প্রতিনিধি দল।

মুফতি মাসুম বিল্লাহ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক আমাদের কর্মীদের ওপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহ-সভাপতির ওপর হামলা। কয়েকদিনের ব্যাবধানে আবার থানা সভাপতির ওপর পৈচাশিক হামলা এটা সহ্য করার মতো নয়।
আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক শাস্তি না দেয় তাহলে উদ্ভূত পরিস্থির জন্য সব দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‌হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চলছে।