ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নি*খোঁ*জ এলজিইডি অফিস সহকারীর লা*শ উ*দ্ধা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মাদারীপুরের কালকিনিতে আব্দুল জলিল শিকদার(৭৫) নামে এক নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত এলজিইডি অফিস সহকারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল জলিল উপজেলার মাঝেরকান্দি গ্রামের আহম্মাদ শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, কালকিনি উপজেলা এলজিইডি অফিস সহকারী আব্দুল জলিল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোন সন্ধান পাননি নিহতের পরিবারের লোকজন।

শনিবার সকালে স্থানীয় কৃষকরা পাটখেতে কাজ করতে গিয়ে আব্দুল জলিলের লাশ উপরে পড়ে থাকতে দেখে আত্নচিৎকার করেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করেন।

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, আব্দুল জলিলের লাশ পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। কি ভাবে তার মৃত্যু হয়েছে তা আমার জানা নেই। এব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, আব্দুল জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু কিভাবে হয়েছে তা ময়না তদন্ত করিলে জানা যাবে।