
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দিবাগত মধ্যরাতে থানার চড়িহালদা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা নিয়ে ফেরদৌস আরার পরিবারের সঙ্গে তার দেবরের পরিবারের ঝামেলা ছিল। এর জেরে রোববার মধ্যরাতে দেরবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা নিহত হন।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।