ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রে*প্তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
এ ছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি।
এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।