নিউজ ডেস্ক :: ২৭৬ আসনে প্রার্থী চূড়ান্ত তৃণমূল বিএনপির।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৭৬ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি। বাকি ১৪টি চূড়ান্তের কার্যক্রম চলছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি।