নিজস্ব প্রতিবেদক :: বরগুনা-১ আসন : সপ্তমবারের মতো মনোনয়ন জমা দিলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
টানা সপ্তমবারের মতো জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
অন্যদিকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানের কাছে মনোনয়ন জমা দেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতানা নাদিরা।
মনোনয়ন জমা শেষে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা নির্বাচনে অংশ নেবে, তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে। এলাকায় আমি জনপ্রিয় বলেই দল আমাকে সপ্তম বারের মতো মনোনয়ন দিয়েছেন। এবারের নির্বাচনেও আমি বিপুল ব্যবধানে বিজয় লাভ করব।’