ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৩, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে।

ঝালকাঠি সদর পোনাবালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী লিটন হাওলাদার সহ ৩ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা ব্যবহৃত পালসার মোটরসাইকেল ভাঙচুর- করে নগদ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
১৩ মার্চ বুধবার দুপুর বারোটার দিকে লালমোহন চানপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। আহতরা হল লিটন হাওলাদার, লোকমান ও মামুন। এদের মধ্যে গুরুতর লিটনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ধারালো অস্ত্রের আঘাতে লিটনের মাথায় মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসাক।

আহত লিটন জানান, লিটন লালমোহন চানপুর এলাকায় ইরি ক্ষেতের ফসল নষ্ট করা কে কেন্দ্র করে একটি শালিস সমাধানে অংশগ্রহণ করেন। স্থানীয় লোকমানের ফসল নষ্ট করে প্রতিপক্ষ ও জাহাঙ্গীরের গরু। বিষয়টি নিয়ে লিটন প্রতিবাদ করলে একপর্যায়ে
শালীস সমাধানের মধ্যে প্রতিপক্ষ জাহাঙ্গির, হানিফ রবিউল সহ অজ্ঞতানামা কয়েকজন সালিশদার লোকমানকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।