
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম রেজা মোফাজ্জলকে গভীর রাতে বরিশাল সি এন্ড বি রোডের এক বাসা থেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত বাসা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ হালিম রেজা মোফাজ্জলকে আটক করা হয়েছে। তিনি জানান বরিশালের বিএনপির মামলায় আটক করা হয়েছে।কয়েক দিন আগে বিএনপির অন্য মামলায় জামিনে কারগার থেকে বের হন।
মোঃ হালিম রেজা মোফাজ্জলকে বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ।