নিজস্ব প্রতিবেদক :: বরিশালের চরমোনাইতে পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষ টাকার ভাইয়া মাছ নিধনের অভিযোগ।
বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নে ডিঙ্গামানিক গ্রামের আব্দুল সালাম হাওলাদারের ছেলে প্রতিবন্ধী রিপন হাওলাদার (৩৩) এর সরকার কর্তৃক নেওয়া পুকুরে জীবিকা নির্ভরের একমাত্র মাছের ঘেরে বিষাক্ত বিষ দিয়ে ধ্বংস করার উদ্দেশ্যে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় চরমোনাই বাৎসরিক মাহফিল চলাকালীন সময়ে ২৪ নভেম্বর রিপন অস্থায়ী (ভাসমান) একটি দোকান বসায়। এই সুযোগে পূর্ব পারিবারিক শত্রুতার জেরে একই গ্রামের বাসিন্দা মৃত সুলতান হাওলাদার তিন ছেলে নাঈম হাওলাদার (২৫), মো: জুয়েল হাওলাদার (৩০), ইব্রাহিম হাওলাদার, তারা রিপন হলাদের বসতবাড়ির পশ্চিম পাশে মাছের ঘেরে কীটনাশক (বিষাক্ত) বিষ প্রয়োগ করে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে। এতে অভিযুক্তাকারী রিপনের আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়ে বলে জানান তিনি। আরোও জানান, আমাকে বিষ প্রয়োগের বিষয়টি আবগত করেন আঃ ছালাম হাওলাদারের ছেলে মোহাম্মদ মাসুদ হাওলাদার (৩০), তার স্ত্রী আয়েশা বেগ। পরবর্তীতে আমি অভিযুক্ত ব্যক্তি নাঈম হাওলাদারের কাছে জানতে চাইলে আমাকে উল্টো ভয়-ভীতি দেখিয়ে খুনের হুমকি এবং গালিগালাজ করে। তাই আমি নিরুপায় হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করি। যাতে আমি আইন অনুযায়ী সঠিক বিচার পাই সেই জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।